মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
মোংলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সকালে মোংলায় সরকারি-বেসরকরি বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মোংলার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পন করা সংগঠন গুলি হলো মোংলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মোংলা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মোংলা সরকারি কলেজে, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সংগঠন।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দামেরখন্ড বধ্যভূমিতে শ্রদ্ধানিবেদন করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এসময় অন্যানদের মধ্যে সহকারী পুলিশ সুপার মোংলা সার্কেল আসিফ ইকবাল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমূখ।
সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি সুুনীল কুমার বিশ্বাস। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি সেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া ইয়াসমিন জুই, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর,যুগ্ম সাধারন সম্পাদক মোঃনূর আলম(বাচ্চু)সংরক্ষিত কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জোহরা বেগম সহ প্রমূখ।