জামালপুরের ইসলামপুরে বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাছিমা এলাকায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করছেন তিনি।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘ একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এর আগে করোনায় লকডাউনের সময়,বন্যার্তদের সহ বিভন্ন সময় আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এই শীতে সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট করছে একটু গরম কাপড়ের জন্য। তাদের জন্য কিছু করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’