ইদানিং রিপোর্টঃ- ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসকরা। ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ মিছিলটি বের করেন চিকিৎসকরা। পরে শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তানজীল আবির। এ সময় বক্তব্য দেন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদীপ্ত চক্রবর্তী, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহফুজুল হক ,চিরঞ্জীত সাহা, তুষার হোসেন প্রমুখ।
বক্তারা শনিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।