বিশেষ প্রতিনিধিঃ- ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের হাসেম শেখের পরিবারের উপর প্রতিপক্ষ লিটু সিকদার ও ভোলা সিকদার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে এজাহার দায়ের হয়েছে থানায়। এ হামলায় ৬ জনকে গুরুত্বর জখম অবস্থায় এবং ৩ জনকে আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নারী রয়েছে চার জন। রবিবার সকাল ১০ টার দিকে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় বিকালে ফরিদপুর কোতয়ালী থানায় হাসেমের ভাই একটি এজাহার দায়ের করা হয়েছে। আহতরা হলেন, হাসেম শেখ (৫০), তার স্ত্রী নুরজাহান (৪০), ছেলে, মূসা শেখ, সুমন শেখ, হাসেমের ভাই লালন শেখ, রাশেদা বেগম (৪০), আকলিমা বেগম, ছুফিয়া বেগম এবং হাসেমের ভাই শেখ খলিল (৪৮)। অভিযোগের বিবরনে জানা যায়, কাফুরা গ্রামের হাসেম শেখ নিজ বাড়িতে প্রবেশের রাস্তার জন্য ১ শতাংশ জমি কিনে প্রতিবেশী ওসমান সিকদারের ছেলে ভোলা সিকদারের নিকট হতে। ভোলা সিকদার সেই কখনই ঠিক মত বুঝিয়ে দেয় না। এই রাস্তা বুঝে দেওয়ার জন্য এলাকায় স্থানীয়ভাবে অনেকবার শালিশ হলেও তারা তাতে কর্নপাত না করে সেই ১ শতাংশ জায়গায় কলাগাছ লাগিয়ে দেয়। এই নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তাদের মধ্যে।
ঘটনার বর্ননায় বাদী সেকেন শেখ বলেন, সকাল ৯ টার দিকে হাসেমের ছেলে মুসা বাড়ির সামনে পাট নিচ্ছিলো। সেখানে লিটু সিকদার এসে প্রথমে মূসাকে তাপ্পর মারে। মূসা তাপ্পর খেয়ে বাড়িতে এসে বাবা হাসেমকে বলে। তখন হাসেম লিটুকে মারছে কেন তা জানতে চায়। এ নিয়ে সেখানে চিল্লাচিল্লি করে চলে যায়। পরে তারা লিটু সিকদার ভোলা সিকদার, তাজো সিকদার, দানেজ সিকদার, কালাম সিকদারসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ২০ জনের একটি দল আমাদের বাড়িতে এসে হামলা চালায়। তারা আমাদের প্রত্যেকের মাথায় আঘাত করেছে। তাদের উদ্দেশ্যে ছিলো কাউকে হত্যার করার।
তিনি বলেন, ঘটনার পর পর সেনাবাহিনীর একটি দল এসে ঘটনাস্বল পরিদর্শন করে। তাদের উপস্থিতির কারনে পরিস্থিতি এখন ঠান্ডা রয়েছে। তারা আবারও হামলা করা প্রস্তুতি নিচ্ছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, একটি লিখিত এজাহার পেয়েছি। আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
হাসানউজ্জামান ও রাশেদুল হাসান কাজল, ফরিদপুর।
০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ
ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে জখম
- Desk Report
- Update Time : ০২:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- ২৯ Time View
Tag :
জনপ্রিয়