মানিক দাসঃ- সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ম আহমেদ নিজাম ।
স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম। এরপর জাতীয় সংগীত পরিবেশনা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সঙ্গীতজ্ঞ খায়রুল ইসলাম নিলু। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এতে সভাপতি পদে চাঁদের হাট ফরিদপুরের
শাহাদাত হোসেন তিতু এবং সাধারণ সম্পাদক পদে আবৃত্তি সংসদের মোঃ জাহিদুল ইসলামকে নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।