মানিক দাসঃ- ফরিদপুরে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর বারোটায় শহরের আলিপুরে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে ১৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এসডিসির ফিনান্সিয়াল ডিরেক্টর জাহিদুল ইসলাম, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ইরানি খান এনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস ডি সির প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিৎ পাল।
অনুষ্ঠানে বক্তারা এসডিসি বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন এসডিসি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তাই তারা শুধুমাত্র শহর নয় প্রত্যন্ত অঞ্চলে জনগণের সেবা দিয়ে আসছে ।
এছাড়া এ প্রতিষ্ঠান ২৬২ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে । এতে শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন আশা চন্দ্র, অনুসূয়া, ফারিয়া ফজলুল ইয়াসিন, তুহিন শেখ,অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে মোট ১৭ জন উপকারভোগীদের মধ্যে ১২০০০ টাকা করে অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানের অর্থায়নে ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ।