ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম শেখ (২২) নমে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবীর পুরাতন ইট ভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সদরপুর হতে গজারিয়াগামী একটি মোটরসাইকেল এর সাথে বিপরীত দিক থেকে আসা কৃষ্ণপুর হতে সদরপুরগামী মিনি ট্রাকের সাথে এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আসলাম শেখ (২২) ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত ব্যক্তিকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আসলাম শেখ পাবনা জেলার আমিনপুর থানার চর বাগুলপুর গ্রামের লোভা শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, মৃতদেহটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।। তিনি বলেন, এ ঘটনায় ট্রাকের পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।