ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে নিউমার্কেটে ব্যবসায়ী স্টার টেইলার্সের মালিক আব্দুল করিমকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর নিউমার্কেট টেইলার্স মালিক শ্রমিক সমিতি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে উক্ত কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন মালিক সমিতির অন্যতম সদস্য কাজল মোল্লা, মোঃ সুরুজ, ইমন শেখ ।
বক্তারা বলেন, স্টার টেইলার্সের মালিক আব্দুল করিমকে নিউমার্কেটে ব্যবসায়ী গোলাম নবী, বাবু , বাদল ও রনি মারধর করে মারাত্মক ভাবে আহত করে। তারা অভিযোগ করেন উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিউমার্কেটের ক্ষমতায় রয়েছে এবং বিভিন্ন সময় ব্যবসায়ীদের উপরে নির্যাতন করেছে। এবং ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে। তারা মানুষকে মানুষ বলে মনে করেন না। বক্তারা অবিলম্বে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। এর আগে নিউমার্কেট থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ।