ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের নগরকান্দা—সার্কেলের সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানের (৩০) বিরুদ্ধে নয় লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় ওই এএসপির সাবেক দেহরক্ষী পুলিশ সদস্য আরিফ হোসেন (৩৫)সহ অজ্ঞাতনামা আরও চার—পাঁচজনকে আসামি করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের সাত নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের কামরুল ইসলাম (৪০)। কামরুল ইসলাম সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন। সালথা থানা সুত্রে জানা গেছে কামরুল একটি হত্যা মামলার আসামি। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে সালথার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের বাসিন্দা ইজিবাইকচালক আলী মাতুব্বরকে হত্যা করে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া মহাসড়কের পাশে একটি পুকুরে ফেলে রাখে দুর্বিত্তরা। এ ঘটনায় ২০২২ সালের পহেলা মার্চ নগরকান্দা থানায় নিহত আলী মাতুব্বরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতাপরিচয় ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ স্কেচ ম্যাপ ও টি আই প্যারেডের মাধ্যমে আসামি হিসেবে কামরুলকে এ হত্যা মামলার আসামি হিসেবে সনাক্ত করে। ওই মামলাটি বর্তমানে পিবিআই—এর তদন্তাধীন রয়েছে। রবিবার কামরুলের দায়ের করা মামলাটির বিষয় নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী জাহিদুল হাসান বলেন, সাত নম্বর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হুসাইন বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের মার্চ মাসে নগরকান্দার সাবেক সার্কেল এএসপি সুমিনুর রহমান তাকে ফোন করে বলেন, ব্যবসা—বাণিজ্য ভালই করে অনেক টাকা পয়সা কামাইছো। বিএনপি দল করে শান্তিতে থাকতে হলে আমাকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে, নইলে এক রাতও বাড়িতে ঘুমাতে দেব না। আমি তার দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় তিনি আমাকে হেনস্ত ও আর্থিকভাবে ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন। এজাহারে আরও বলা হয়, এরই মধ্যে ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে সালথার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের আমার প্রতিবেশী ইজিবাইকচালক আলী মাতুব্বরকে কে কারা হত্যা করে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া মহাসড়কের পাশে একটি পুকুরে ফেলে রাখে। এ ঘটনায় ২০২২ সালের পহেলা মার্চ নগরকান্দা থানায় নিহত আলী মাতুব্বরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতাপরিচয় ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে আরো বলা হয়, ২০২২ সালের ২৬ মার্চ সুমিনুর রহমান আমাকে তার অফিসে যেতে বলেন। আমি তার অফিসে যাওয়া মাত্রই থানার অফিসারদের ডেকে এনে আমার হাতে হাতকড়া পড়িয়ে দেন। পরে আমাকে একটি কক্ষে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে এবং ভয়ভীতি দেখিয়ে বলেন, তুই বিএনপি করিস, তোকে ক্রসফায়ার দেব। একপর্যায় তিনি আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। পরে আমার স্ত্রী নাসরিন আক্তার গরু বিক্রি ও ধারদেনা করে ৮ লাখ টাকা জোগার করে সার্কেল ও তার বড়িগার্ডের নিটক দিয়ে আসে। বাকি ২ লাখ টাকা না দেওয়ায় তিনি আমাকে ফরিদপুর ডিবি অফিসে ইলেকট্রিক শকসহ অমানবিক নির্যাতন করেন। পরে রিমান্ডে এনে আরো দুই লাখ টাকা দাবি করে। তবে সেসময় আমার পরিবার তাকে এক লাখ টাকা দেয়। মামলার বাদী কামরুল ইসলাম বলেন, আলী মাতুব্বর হত্যায় আমাকে ধরে নিয়ে ৯ লাখ টাকা দেওয়ার পরেও আমাকে অমানবিক নির্যাত করেন সাবেক সার্কের সুমিনুর রহমান। আমি তার নির্যাতনে দীর্ঘদিন কারাগারের মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম। এরপর আমি জেল থেকে বেরিয়ে মামলা করার সাহস পাইনি। তবে বর্তমানে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করায় মামলাটি দায়ের করেছি। আশা করি ন্যায় বিচার পাবো। সুমিনুর রহমান নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছিলেন। তিনি ২০২২ সালের জুন মাসে ট্রেনিং করতে জাপানে যান। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে ঢাকায় পুলিশ হেড কোয়ার্টারে যোগ দিয়েছেন। মামলার বিষয় ফরিদপুরের সাবেক (নগরকান্দা—সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, কামরুল একটি হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এজন্য তিনি কারাবাসও করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে এ মামলাটি করে থাকতে পারেন। তিনি বলেন, তার কাছে টাকা নেওয়ার অভিযোগের কোন ভিত্তি নেই। প্রতিহিংসাবশত হয়ে তিনি আমাকে জড়িয়ে এ মামলাটি করে থাকতে পারেন।
০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ
ফরিদপুরের নগরকান্দার সাবেক সার্কেল এএসপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
- Desk Report
- Update Time : ০৪:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- ২৪ Time View
Tag :
জনপ্রিয়