ইদানিং রিপোর্টঃ- বেতন বৈষম্য নিরসন ও ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে পহেলা অক্টোবর থেকে সারাদেশ ব্যাপী অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সর ছাত্র—পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ। এই কর্মসুচি বাস্তবায়নের লক্ষে ফরিদপুরে সোমবার বেলা ৯টা থেকে দুপুর ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সর ছাত্র—পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।
এসব কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম,সড়ক ও জনপথ এর সার্ভেয়ার শিপন আলী, জেলা প্রশাসক কার্যালয়ের এ লে শাখার সার্ভেয়ার মো: জাকির হোসেন, হারুন অর রশিদ,আখি মনি, এলজিএডি’ সদরের সার্ভেয়ার নিলুফা ইয়াছমিন,পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো:সবুজ হোসেন,সদরপুর ভুমি অফিস সার্ভেয়ার ফয়সাল হোসেন,বোয়ালমারী ভুমি অফিস সার্ভেয়ার মো: মারুফ হোসেনসহ অন্যান্যরা। বক্তাগন বলেন, বেতন বৈষম্য নিরসন ও ১০ গ্রেড বাস্তবায়নের না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি অনিদৃষ্টকালের চলবে।