ইদানিং রিপোর্টঃ- “সমন্বিত উদ্যোগে টেকসই, উন্নত বিশ্ব বিনির্মাণে মান” এ স্লোগানকে কেন্দ্র করে বিশ্ব মান দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মো: আব্দুল জলিল, সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক খাঁন, সিভিল সার্জন সাজেদা বেগম, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, বিএসটিআই’র উপ-পরিচালক এস এম তালাত মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মান নিয়ন্ত্রণে সতর্ক থাকতে প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রতি আহ্ববান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন পেট্রোল পাম্পের তেল-গ্যাস মাপে পরিমাণ ঠিকমত দিচ্ছে কিনা তার তদারকি করতে বলেন। যে যে উৎপাদিত পন্যের অনুমোদন দেওয়া হয়েছে বা হবে তার নমুনা দেয়ার সময় ও নিয়মিত উৎপাদনে সঠিক মান আছে কিনা তার ও তদারকি করতে বলেন। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী বৃন্দ এবং বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।