০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিদায় হয়নি: জাকির হোসেন রোকন

  • Desk Report
  • Update Time : ০৩:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১৭ Time View

ইদানিং রিপোর্টঃ- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেছেন, দেশ থেকে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বিদায় হয় নাই। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা এখনো তৎপর। একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।
জাসাসের ফরিদপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন রোকন একথা বলেন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কাঠপট্টিতে বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বিজাতীয় আগ্রাসনের কবল থেকে বাংলাদেশকে রক্ষার সাংস্কৃতিক লড়াইয়ে জাসাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন, মিজানুর রহমান মিজান ও শরিফুল ইসলাম রতন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম লিটন, মাসুম দেওয়ান, সৈয়দ মাসুদ রানা, শাহিনুল হক শাহীন, জাসাসের গোপালগঞ্জ জেলা আহ্বায়ক জাকারিয়া ইসলাম মিরাজ, সদস্য সচিব মাসুদ মোল্লা, শরীয়তপুর জেলা আহবায়ক এস এম সুলতান নাসির, সদস্য সচিব মঞ্জুর হাসান মঞ্জু, রাজবাড়ী জেলা আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, মাদারীপুর জেলা আহ্বায়ক এরশাদুল হক মিরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক জুম্মান হোসেন প্রমুখ।
জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বেলা ১১টার দিকে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নেতৃবৃন্দ অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিদায় হয়নি: জাকির হোসেন রোকন

Update Time : ০৩:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ইদানিং রিপোর্টঃ- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেছেন, দেশ থেকে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বিদায় হয় নাই। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা এখনো তৎপর। একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।
জাসাসের ফরিদপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন রোকন একথা বলেন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কাঠপট্টিতে বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বিজাতীয় আগ্রাসনের কবল থেকে বাংলাদেশকে রক্ষার সাংস্কৃতিক লড়াইয়ে জাসাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন, মিজানুর রহমান মিজান ও শরিফুল ইসলাম রতন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম লিটন, মাসুম দেওয়ান, সৈয়দ মাসুদ রানা, শাহিনুল হক শাহীন, জাসাসের গোপালগঞ্জ জেলা আহ্বায়ক জাকারিয়া ইসলাম মিরাজ, সদস্য সচিব মাসুদ মোল্লা, শরীয়তপুর জেলা আহবায়ক এস এম সুলতান নাসির, সদস্য সচিব মঞ্জুর হাসান মঞ্জু, রাজবাড়ী জেলা আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, মাদারীপুর জেলা আহ্বায়ক এরশাদুল হক মিরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক জুম্মান হোসেন প্রমুখ।
জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বেলা ১১টার দিকে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নেতৃবৃন্দ অংশ নেন।