ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে বি ৭১ ডায়গনস্টিক সেন্টারের ১ ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার রাতে শহরের স্বর্ণকার পট্টি নীলটুলিতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানের সি ই ও আমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ ও শিশু রক্ত বিশেষজ্ঞ ডাক্তার লক্ষ্মী রানী দত্ত, নাক কান হেড নেক বিশেষজ্ঞ ও সার্জন ডঃ মাসুমা রব। বাত ব্যথা প্যারালাইসিস ও মেডিকেল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গৌতম কুমার সরকার, আব্দুল মান্নান শেখ, মনিরুল হক মৃধা, প্রমূখ।
সভায় বক্তারা বি ৭১ ডায়াগনস্টিক সেন্টার এর চিকিৎসার মান তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন এই প্রতিষ্ঠানের চিকিৎসার মান অনেক উন্নত। এর উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের সেবা করা। আর তাই রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণ যাতে উন্নতমানের সেবা পায় সেটা নিশ্চিত করা হবে। আগামী এক বছরে এই প্রতিষ্ঠান আরো ভালো কাজ করতে পারবে বলে সর্বস্তরের জনগণের কাছে প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা বিদ্যুৎ কুমার সরকার। অনুষ্ঠানে পরবর্তী পর্বে কেক কাটা ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।