ভাঙ্গা প্রতিনিধিঃ- ভাঙ্গায় আতাদী রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের আতাদী মহল্লার রেল লাইনের নিকট থেকে ঐ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে আতাদী রেললাইনের নিকট থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি পাগল বা প্রতিবন্ধী ছিল। মরদেহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।