ইদানিং রিপোর্টঃ- সালথায় গণ অধিকার পরিষদের আনন্দ র্যালি ও রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল চারটায় ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের উদ্যোগে সংগঠনের উপজেলা আহ্বায়ক ফরুক ফকিরের সভাপতিত্বে উপজেলা সদরের বাইপাস সড়কে আনন্দ র্যালি ও রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সালথা উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মোল্যা, সদস্য সচিব সজীব আল হোসাইন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুন মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম মাহমুদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন- মানুষের গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যানের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের সেবায় কাজ করে যাবো। জনগণের ন্যায্য দাবি আদায়ে গণঅধিকার পরিষদের প্রত্যেক নেতাকর্মী সবসময় জনগণের পাশে থাকবে।