ইদানিং রিপোর্টঃ- কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে শনিবার বেলা ১২:৩০ টায় ফরিদপুর শহরের কাটপট্টী দলীয় কার্যালয়ে ফরিদপুরের সকল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সহ ফরিদপুর জেলা ও মহানগর এবং অন্যান্য কলেজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় নেতৃবৃন্দ ফরিদপুর জেলার উপজেলাসমূহের বিভিন্ন কলেজের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন৷ এসময় বিভিন্ন কলেজের প্রতিনিধিরা তাদের সুবিধা -অসুবিধার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। এসময় নেতৃবৃন্দ বলেন, আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল হবে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রধান ভ্যানগার্ড। এ লক্ষ্যে সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন কলেজের প্রতিনিধিদেরকে শিক্ষা-ঐক্য- প্রগতি এই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে কর্মী সংখ্যা বৃদ্ধিতে মনোযোগী হবার নির্দেশ দেন। বক্তারা গতানুগতিক ধারার রাজনীতি বাদ দিয়ে ছাত্রবান্ধব সংগঠন হিসেবে ছাত্রদলকে গড়ে উঠতে হবে। মতবিনিময় সভায় ছাত্র নেতৃবৃন্দের মাঝে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত,সংগ্রামী বর্তমান প্রতিশ্রুতি সম্বলিত একটি পুস্তিকা প্রদান করা হয়।