ভাঙ্গা প্রতিনিধি:- ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা সুমাইয়া আক্তার শিমু (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার( ২ নভেম্বর ) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে মোটর সাইকেল যোগে স্বামীর সাথে সুমাইয়া আক্তার বাবার বাড়ি ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিবচর হাইওয়ে থানা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের চালক ও তার স্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। নিহত সুমাইয়া আক্তার শিমু ঝিনাইদহ জেলার সদর উপজেলার গাননামাধবপুর গ্রামের মৃত কামাল মুন্সীর কন্যা। আহত স্বামী ঢাকার নগর ভাটারা এলাকার আলাউদ্দিন সরকার ছেলে প্রান্ত সরকার (২৫)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল হোসেন জানান, ভাঙ্গা উপজেলা চান্দ্রা ইউনিয়নের এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে ঝিনাইদাহগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডার লাইনের সাথে ধাক্কা লাগলে এতে সুমাইয়া আক্তার (শিমু) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।