ইদানিং রিপোর্টঃ- ‘কৃষিখাতে বৈষম্যহীন আমূল সংস্কার, পাটের মন পাঁচ হাজার টাকা নির্ধারণ ও কৃষি ফসলের লাভজনক দাম’-এর দাবিতে ‘বিশাল কৃষক সমাবেশ’ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে শহরের আলীপুর মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুর শাখার উদ্যোগে। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা কৃষক সমিতির সাবেক সভাপতি মনিক মজুমদার বলেন, আমরা কৃষকরা ভালো নেই। কৃষক ভালো না থাকলে ভালো থাকবে না বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে দুর্বল ও অবহেলিত খাত হচ্ছে কৃষি খাত। অথচ দেশের ৪৮ ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। যারা বিদেশে গিয়ে দেশে রেভিডেন্স পাঠান তারা কৃষক পরিবারের সন্তান। যারা পোষাক শিল্প প্রতিষ্ঠানে কাজ করে দেশের উন্নয়নে ভুমিকা রাখে তারা এই কৃষক পরিবারের সন্তান। ‘কৃষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়’-মন্তব্য করে মানিক মজুমদার বলেন, গত আট মাসে দেশে ২৯৪ জন কৃষক জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছে। তাদের ক্ষতিদগ্রস্ত পরিবারকে এক কালীন পাঁচ লাখ টাকা দিতে হবে। আমরা কৃষির সংস্কার চাই, অবসান চাই সকল বৈষম্যের, চাই বৈষম্যহীন সংস্কার। জেলা কৃষক সমিতির সভাপতি সুধীন সরকারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম, জেলা কমিটির সদস্য জাহানা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস ।
সভায় বক্তারা কৃষিক্ষেত্রে বিভিন্ন বৈষম্য তুলে ধরে বলেন কৃষকদের যৌক্তিক দাবি মানতে হবে। তারা যাতে ফসলের ন্যায্য দাম পায় তা সরকারকে নিশ্চিত করতে হবে। সাবেক সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশের কৃষকের ক্ষতি হয়েছে, কৃষির ক্ষতি হয়েছে , কৃষকরা বৈষম্যের শিকার হয়েছে । কৃষি সংস্কারের জন্য কমিটি করতে হবে । কৃষকদের জন্য পল্লী রেশন চালু করতে হবে । বক্তারা পুঁজিবাদী ব্যবস্থাকে ভেঙ্গে ব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করার দাবি করে বলেন, যাতে দেশে কোন দুঃশাসন বা ফ্যাসিবাদের জন্ম না হয় সেদিকে লক্ষ রাখতে হবে । কৃষক সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের আলীপুরের মোড় থেকে শুরু হয়ে হাসিবুল হাসান লাবলু সড়ক ধরে, মুজিব সড়ক দিয়ে আবার আলীপুর মোড়ে গিয়ে শেষ হয়।