ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর পৌরসভা কর্তৃক অটো ও ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে সদর উপজেলার ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি নপালিত হয়। রবিবার বেলা ১১ টাযর দিকে ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মিছিল বের হয়। মিছিলটি মুজিব সড়ক দিয়ে ফরিদপুর পৌরসভা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কমরসূচি পালিত হয়। এ সময় দাবির সমর্থনে বক্তব্য দেন অম্বিকাপুর অটো শ্রমিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন উদ্দিন ফকির, চরমাধবদিয়া ইউনিয়ন অটো শ্রমিক ও মালিক সমিতির সভাপতি মো: আফজাল হোসেন, সহ-সভাপতি আফজাল মুন্সী, অটো চালক জিহাদ শেখ. করিম মোল্লা, মো. সাগর শেখ, মো. ফারুক শেখ, মো. ফজল মিয়া প্রমুখ।
বক্তারা ফরিদপুর পৌরসভার ইজিবাইক লাইসেন্স নবায়ন ফি ২,৯৭৫ টাকার পরিবর্তে পূর্বের মত ১০০০টাকা করার দাবি জানান। পরে ফরিদপুর পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন ইসলামের নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।