ভাঙ্গা প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় পানিতে পেতে রাখা জাল উঠাতে গিয়ে পানিতে ডুবে রানা ফরাজি (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই ব্যক্তিকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রানা ফরাজি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নাগপাড়া সদরদী গ্রামের সিরাজুল ফরাজির পুত্র। তিনি এক সন্তানের পিতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুমুরদী ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সামাদ বলেন, রানা ফরাজি গ্রামে চায়ের দোকান করতেন। তিনি আজ সকাল ছয়টার দিকে গ্রামের পাশের খালে পানিতে মাছ ধরার জন্য পেতে রাখা জাল উঠাতে গিয়ে পানিতে পড়ে যান। আশেপাশের লোকজন তাকে পানিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।