ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর পৌরসভার আলিপুর ১১ নং ওয়ার্ড ডেঙ্গু সচেতনতায় তিন দিনব্যাপী মশক নিধন কর্মসূচি হচ্ছে। এলাকার স্থানীয় বাসিন্দা নাহিদুজ্জামান নাহিদের উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের সহযোগিতায় গতকাল রবিবার হতে উক্ত মশক নিধন কর্মসূচি উক্ত কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ডেঙ্গু সচেতনতার উদ্দেশ্যে এবং ডেঙ্গু থেকে সাধারণ মানুষকে রক্ষা করার উদ্দেশ্যে কর্মসূচির আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সোমবার ও আগামীকাল মঙ্গলবার মশক নিধন এ কর্মসূচি পালন করা হবে।
এ সময় ১১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে ঔষধ স্প্রে করা হয় । ১১ নং ওয়ার্ডের আলাউদ্দিন খান রোড, রাজ্জাকের মোড়, গোরস্থানের সামনে, বিল্লালের দোকান , এলাকার স্থানীয় রাস্তাঘাট , মসজিদের পার্শ্ববর্তী এলাকা, আশেপাশের ফুটপাত এবং বাসা বাড়ির সামনে উক্ত মশক নিধন কর্মসূচি পালিত হয়।