ভাঙ্গা প্রতিনিধি :- ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী মহল্লায় প্রবাসী মাসুদ মুন্সীর বাড়িতে ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে।ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মোট ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রবাসী মাসুদ মুন্সীর স্ত্রী রেশমা বেগম ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
রেশমা বেগম জানান, তার স্বামী সৌদি আরব ও বড় ছেলে আমেরিকা প্রবাসী। বাড়িতে তিনি ও তার ছোট ছেলে থাকেন। রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে ঘরের জানালার গ্রিল কেটে ৭/৮ জন ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে ও তার ছেলেকে জিম্মি করে ঘরে থাকা বাক্সের চাবি নেয়। এরপর রবিবার ভাঙ্গার একটি ব্যাংক থেকে উত্তোলন করা ৬ লক্ষ টাকা নিয়ে নেয়। এরপর বাক্সে ও আমার শরীরে থাকা ৬ ভরি ওজনের স্বর্ণের অলঙ্কার ও ৬৩ হাজার টাকা দামের দুটি ফোন নিয়ে যায়। ডাকাতদের মুখে কালো কাপড়, গায়ে গেঞ্জি ও ত্রিকোয়াটার প্যান্ট পরিহিত ছিলো। রাত ৪ টার পরে ডাকাত দল চলে যায়। ভাঙ্গা থানার উপ- পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।