সদরপুর প্রতিনিধিঃ- ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবারে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে ৫শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ই নভেম্বর) বাদ ফযর ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল অয়সী এই চেক ও ৮জন হাফেজের মাঝে হাফেজি সনদপত্র বিতরণ করেন। বিতরণ শেষে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বার্ষিক ওরছের তারিখ আগামী ১৫জানুয়ারী ২০১৫ইং রোজ বুধবার ঘোষণা করা হয়েছে।
জলসায়ে ওরছ পাক এ শাহ্ চন্দ্রপুরী উপলক্ষ্যে গত সোমবার সকাল থেকে দেশ—বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান—আশেকান—জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। এর আগে সোমবার (৪ই নভেম্বর) বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির—আজকার ও শরিয়ত—তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার (৫ই নভেম্বর) বাদ ফজর দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত করে সারা বিশে^র মুললিম উম্মাহর সুখ—শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।