ভাঙ্গা প্রতিনিধি :- ভাঙ্গায় নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে বিশাল এক মিছিল ভাঙ্গা স্টেডিয়াম থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির নেতা এম এ ওয়াদুদ, ফারুক খান প্রমুখ। মিছিলে ভাঙ্গা পৌরসভা ও ১২ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অপরদিকে একই সময়ে বিএনপির অপর একটি অংশ ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লায় বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন করে। ভাঙ্গা পৌর বিএনপির আহবায়ক এস এম মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা পৌর বিএনপির মুন্সী মনিরুজ্জামান, মুন্সী মিজানুর রহমান, এম ও এম তৈমুর লঙ, আলম মুন্সী প্রমুখ।
জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া ইসলাম শায়লার পক্ষে পলাশ মুন্সীর নেতৃত্বে ভাঙ্গা পৌর এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি সানজিদ ফেরদৌস নিশুর নেতৃত্বে একটি মিছিল ভাঙ্গা উপজেলা শহর প্রদক্ষিণ করে।