ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২-৩০ মিনিটে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমীর মাওলানা মোঃ বদরুদ্দীন এর সভাপতিত্বে নবনির্বাচিত ফরিদপুর জেলা জামায়াতের আমীর এর শপথ ও জেলা মজলিস সুরা কমিটি নির্বাচন উপলক্ষে জেলা সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আবু তাওয়াব ফরিদপুর জেলা জামায়াতের সাবেক আমীর সামসুল ইসলাম আল বরাটী, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাবসহ সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন৷
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার রাজনৈতিক কোন সরকার না, ছাত্র-জনতার অভ্যুত্থান তাদেরকে ক্ষমতায় বসিয়েছে৷ সুতরাং জনগণের ইচ্ছার প্রতিফলন যেন সরকারের গৃহীত পদক্ষেপে অগ্রাধিকার পায়৷ এজন্য সরকারকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাবস্থা করতে হবে৷ এসময় তারা জামায়াতে ইসলামীর প্রত্যেক রুকনকে নৈতিক চরিত্র ও ধর্মীয় জ্ঞানে শানিত হতে আহবান জানান এবং দেশের প্রতিটি গ্রাম,ইউনিয়নে জামায়াতে ইসলামীর সদস্য বাড়ানোর তাগিদ দেন৷ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীই হবে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা৷ জামায়াতে ইসলামীর হাত ধরেই বাংলাদেশ হবে শোষন ও বৈষম্যহীন একটি সাম্য, মানবিক মর্যাদার একটি ইসলামী কল্যানরাষ্ট্র।