ইদানিং রিপোর্টঃ- ঢাকা-ফরিদপুর রুটে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে এ সিন্ডিকেট ভাঙ্গার দাবি সম্বলিত একটি স্মরকলিপি তুলে দেওয়া হয় জেলা প্রশাসকের হাতে। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কাযালয়ের সামনে ফরিদপুরের সাধারণ জনতার পক্ষে ‘জাতীয় নাগরিক কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে জেলা প্রশাসকের কাযালয়ের সামনে মুজিব সড়কে এবং পরে জেলা প্রশাসকের কাযালয়ের চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখার আহবায়ক বায়েজিদ হোসেন, সদস্য সচিব বাচ্চু শেখ, সদস্য মো. আরিফুজ্জামান জাকির প্রমুখ।
মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বলেন, একটি সিন্ডিকেট ঢাকা-ফরিদপুর পথে বাসের অতিরিক্ত ভাড়া আদায় করছে। যে ভাড়া হওয়ার কথা তিনশত টাকা সেখানে নেওয়া হচ্ছে চারশ থেকে পাঁচ্যশ টাকা। পাশাপাশি ঈদ ও পূজাসহ বিভিন্ন উৎসবের সময় নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। যা সাধারণ জনগণের জন্য বোঝা হয়ে উঠেছে। অবিলম্বে এ সিন্টিগেট না ভেঙ্গে দেওয়া হলে সাধারণ যাত্রীদের মুক্তি নেই। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।