ভাঙ্গা প্রতিনিধি :- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা (৫৫) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ম ম সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় মামলা রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে নাম রয়েছে । তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ফরিদপুর -৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। এ মামলায় ১১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ১১ নং আসামি আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা।