ভাঙ্গা প্রতিনিধি :- ভাঙ্গায় কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ চত্বরে ও বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা মহিলা কলেজ হলরুমে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খোরশেদ আলম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদ ও কাজী শামসুল হুদা, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ সাংগঠনিক সম্পাদক মেহেরীন হাসান খান, ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশু, সদস্য সচিব মফিজুল ইসলাম মাফুজ, যুগ্ম আহবায়ক ইমরান মুন্সী ও মিসান হোসেন প্রমুখ। বক্তারা ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি তুলে ধরেন।
বক্তারা বলেন, জনকল্যাণমূলক, সহিষ্ণু, মানবিক, শান্তিকামী ও সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজ গঠনে ছাত্রদল সবসময়ই রাজপথে সংগ্রাম করে আসছে। জাতীয় ঐতিহ্য ও ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চাকে উত্সাহিত করার লক্ষ্যে ছাত্রদল কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্র বিকশিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে সুন্দর দেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কিত দুটি পুস্তিকা শিক্ষার্থীদের মাঝে বিলি করা হয়।