ইদানিং রিপোর্টঃ- চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস এর কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বুধবারও মানববন্ধন এবং ক্লাস বর্জন কর্মসূচি পালন করে তারা। এছাড়া তাদের চার দফা দাবি পূরণ করা না হলে আরও ব্যাপক কর্মসূচি করা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন ম্যাটসের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এপর্যন্ত টানা ১৬ দিন পর্যন্ত একটানা কর্মসূচি পালন করে যাচ্ছে ম্যাটস।
এর অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১:১৫ মিনিটে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক শেখ নাঈম আবরার এর সভাপতিত্বে চার দফা দাবী আদায়ের লক্ষে মুজিব সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার, রুবায়েত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুই, খাদিজা সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা চার দফা দাবি পূরণ বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করেন এবং সরকারকে অবিলম্বে উক্ত দাবি বাস্তবায়ন করার জন্য আহ্বান করেন।