০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • Desk Report
  • Update Time : ০৮:০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১৩ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ব্যবসায়ী একেএম ওবায়দুল বারী দিপুর খার বিরুদ্ধে প্রতিপক্ষ রিশাদ বেগ ও তার লোকজন অপপ্রচার চালাচ্ছে দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন ওই ব্যবসায়ী। এসময় রিশাদ বেগের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনারও অভিযোগ তোলেন তিনি। বুধবার ফরিদপুর শহরের গোয়ালচামটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ওই ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ দিন ধরে রিশাদ বেগ চরভদ্রাসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লার ছত্রছায়ায় অবৈধ বালু ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি আমার ভাড়া নেয়া একটি জায়গা দখল করে বালুর চাতাল তৈরির চেষ্টা করেন। এ ব্যাপারে বাধাঁ দিলে রিশাদ বেগ ও তার ভাই এবং ভাতিজা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে আমাদের ওপর হামলা চালাতে উদ্ধত হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ ও মারধর করে। এতে তাদের পক্ষের তিনজন আহত হয়। এসব বিষয় নিয়ে রিশাদ বেগ ও তার লোকজন আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এমনকি আমার পক্ষ থেকে তাদের মোবাইলে হুমকী দেয়া হচ্ছে বলেও অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া তারা আমাকে বালু ব্যবসায়ী বলেও অপবাদ দিচ্ছে। কিন্তু আমি গত ১০ বছর আগে বালু ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে ট্রাক ব্যবসা রয়েছে।

তিনি জানান, রিশাদ বেগ ও তার লোকজন আমার কাছে চাঁদা দাবী করায় আদালতে অভিযোগ দিয়েছি। তারা আমাদের হুমকী ধামকীও দিচ্ছে। তাদের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমার স্ত্রী মোসা. শামসুন্নাহার বাদী হয়ে চরভদ্রাসন থানায় ১২ নভেম্বর অভিযোগ দিয়েছে। তিনি আরো জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে আমি চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকায় সাংসদের সাথে দু’একবার দেখা হয়েছে, এর বাইরে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ এবং সাংসদ মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তাদের সাথে যোগ না দেয়ায় আমার বিরুদ্ধে ৪২টি মিথ্যা মামলা দিয়ে সাতবার হাজত বাস করায়। তিনি দাবী করেন, বালু ব্যবসার সম্রাজ্য রক্ষায় রিশাদ বেগ এলাকায় গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী, যাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তিনি আরো জানান, রিশাদ বেগের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পায়নি স্থানীয় প্রশাসনও। গত ০৫ আগষ্টের পর পুলিশ ও ছাত্র জনতার শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে গাজীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী প্রামানিক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভাঙ্গায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ফরিদপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Update Time : ০৮:০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ব্যবসায়ী একেএম ওবায়দুল বারী দিপুর খার বিরুদ্ধে প্রতিপক্ষ রিশাদ বেগ ও তার লোকজন অপপ্রচার চালাচ্ছে দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন ওই ব্যবসায়ী। এসময় রিশাদ বেগের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনারও অভিযোগ তোলেন তিনি। বুধবার ফরিদপুর শহরের গোয়ালচামটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ওই ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ দিন ধরে রিশাদ বেগ চরভদ্রাসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লার ছত্রছায়ায় অবৈধ বালু ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি আমার ভাড়া নেয়া একটি জায়গা দখল করে বালুর চাতাল তৈরির চেষ্টা করেন। এ ব্যাপারে বাধাঁ দিলে রিশাদ বেগ ও তার ভাই এবং ভাতিজা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে আমাদের ওপর হামলা চালাতে উদ্ধত হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ ও মারধর করে। এতে তাদের পক্ষের তিনজন আহত হয়। এসব বিষয় নিয়ে রিশাদ বেগ ও তার লোকজন আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এমনকি আমার পক্ষ থেকে তাদের মোবাইলে হুমকী দেয়া হচ্ছে বলেও অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া তারা আমাকে বালু ব্যবসায়ী বলেও অপবাদ দিচ্ছে। কিন্তু আমি গত ১০ বছর আগে বালু ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে ট্রাক ব্যবসা রয়েছে।

তিনি জানান, রিশাদ বেগ ও তার লোকজন আমার কাছে চাঁদা দাবী করায় আদালতে অভিযোগ দিয়েছি। তারা আমাদের হুমকী ধামকীও দিচ্ছে। তাদের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমার স্ত্রী মোসা. শামসুন্নাহার বাদী হয়ে চরভদ্রাসন থানায় ১২ নভেম্বর অভিযোগ দিয়েছে। তিনি আরো জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে আমি চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকায় সাংসদের সাথে দু’একবার দেখা হয়েছে, এর বাইরে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ এবং সাংসদ মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তাদের সাথে যোগ না দেয়ায় আমার বিরুদ্ধে ৪২টি মিথ্যা মামলা দিয়ে সাতবার হাজত বাস করায়। তিনি দাবী করেন, বালু ব্যবসার সম্রাজ্য রক্ষায় রিশাদ বেগ এলাকায় গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী, যাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তিনি আরো জানান, রিশাদ বেগের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পায়নি স্থানীয় প্রশাসনও। গত ০৫ আগষ্টের পর পুলিশ ও ছাত্র জনতার শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে গাজীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী প্রামানিক উপস্থিত ছিলেন।