ভাঙ্গা প্রতিনিধি :- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কৃষকদের ধান চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
কর্মশালায় শতাধিক কৃষক কৃষাণীকে সরেজমিনে নির্বিঘ্নে ধান চাষের আধুনিক কলাকৌশল ও মাটির উর্বরতা সঠিক রাখার উপরে প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা ড. জাকারিয়া ইবনে বাকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ , বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউটের মৃত্তিকা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ড. মোঃ রফিকুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।