ভাঙ্গা প্রতিনিধি:- ভাঙ্গায় ট্রাক চাপায় প্রাণ গেল ভাঙ্গারি ব্যবসায়ী সামাদ মিয়ার(৩৫)। বুধবার (১৩ নভেম্বর ) বিকেল ৩টার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের গাবতলী নামক স্থানে সার্ভিস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামাদ মিয়া ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বড়দিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের গাবতলী সার্ভিস রোডে ভ্যান যোগে ভাঙ্গারির মালামাল বোঝাই করে ভাঙ্গায় ফিরছিলেন সামাদ মিয়া। এসময় ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের ভ্যান কে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক ও হেলপার পলাতক।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।