ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পারভেজ (৪৫ ) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন । ফরিদপুর সিভিল সার্জন অফিস প্রদত্ত ইমেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়। উক্ত পারভেজের বাড়ি ফরিদপুর পৌরসভার আলিপুরের ১১ নং ওয়ার্ডে ।
এ ব্যাপারে আরো জানানো হয় তিনি গত ১২ নভেম্বর সন্ধ্যা ৭:৫৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, এরপর গত ১৩ নভেম্বর ভোর পাঁচটার দিকে মৃত্যুবরণ করেন। উল্লেখ করা যেতে পারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে এ পর্যন্ত চারজনের মৃত্যু ঘটেছে।