ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে নৃত্য মহলের উদ্যোগে নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও পরবর্তীতে নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অনুভূতি ব্যক্ত করেন হাসান আব্দুল্লাহ । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।
সভায় বক্তারা এ ধরনের নৃত্য অনুষ্ঠানের আয়োজনের জন্য এই সংগঠনকে ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনটি ফরিদপুরের কোমলমতি শিশুদের সাংস্কৃতিক কর্মকান্ডে আগামী দিনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে জানানো হয়। অনুষ্ঠানে নৃত্য মহলের সভাপতি হাসিবুজ্জামান হাসিবের পরিচালনায় সুমন ও মুন্নার সহযোগিতায় সংগঠনের নিজস্ব শিল্পীরা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।উল্লেখযোগ্য সকল দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন।