ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে সাহসী সাংবাদিক গৌতম দাসের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার ফরিদপুর প্রেসক্লাব উদ্যোগে প্রেসক্লাব চত্বরে সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে মাল্যদান ওপরে মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আবরার নাদিম ইতু। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সমকালের ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান। সভায় বক্তারা গৌতম দাসের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা কর বলেন।
বক্তারা বলেন গৌতম দাস শুধুমাত্র একজন সাহসী সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন সৎ ও স্বল্পভাষী অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ২০০৫ সালের এই দিনে তাকে হত্যা করা হয়। বক্তারা বলেন তিনি বাংলাদেশের মাত্র সাংবাদিক যার হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে । এবং এই হত্যাকাণ্ডের জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। সভায় গৌতম দাসের আত্মার শান্তি কামনা করা হয় এবং তার আদর্শকে অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়।