ইদানিং রিপোর্টঃ- ‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’- এ আহ্বানকে সামনে রেখে আগামীকাল বুধবার থেকে ফরিদপুর অম্বিকা ময়দানে শুরু হচ্ছে তথ্য দুই দিনব্যাপী তথ্য মেলা। এ মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাল (টিআইবি) এর যৌথ উদ্যোগে। আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় সরকারি ও বেসরকারি ২৮টি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের স্ব স্ব কার্যালয়ের কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরবে। পাশাপাশি দর্শনার্থীদের তথ্য প্রাপ্তির ফরম পূরণ এবং তথ্য প্রাপ্তিতে সহায়তা করা হবে। বুধবার বিকেল ৩টার দিকে এ মেলার উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল ও সিভিল সার্জন সাজেদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সনাক সদস্য আলতাফ হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ফরিদপুর সনাক সভাপতি শিপ্রা রায়। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকারের উপপরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক ইসলাম। ফরিদপুর সনাক সভাপতি শিপ্রা রায় বলেন, এ তথ্য মেলা উপলক্ষে তিনটি সরকারি প্রতিষ্ঠাান ভুমি, পাসপোর্ট ও সিভিল সার্জন কার্যালয় নিয়ে গণ শুনানি অনুষ্ঠিত হবে। অন্যন্য আয়োজনের মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।