ইদানিং রিপোর্টঃ- ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের- কুরআন সবক অনুষ্টান বৃহস্পতিবার সকালে শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহনে ফরিদপুর শহরের রেল স্টেশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে ঢাকা থেকে র্ভাচ্যুয়ালী যোগ দিয়ে বক্তব্য রাখেন সরকারের যুগ্ন সচিব ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এ এসএম শফিউল আলম তালুকদার।
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ওআইসিটি) মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুত তাওয়াব, বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল, মসজিদে নূর মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ আনিসুজ্জামান মোল্লা, রেল স্টেশন জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সুজাত আলী। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিন বঙ্গের অন্যতম সেরা কওমি মাদ্রাসা- শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ কামারুজ্জামান। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:সুজন আলী,ফিল্ড অফিসার মো: রাসেল, মাস্টার টেইনার মো:রুহুল আমিন, মাহফুজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।