ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ৫ দিনব্যাপী ৮৬১ ও ৮৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার ফরিদপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট ( পিটিআই) তে বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা ও পিটিআই ফরিদপুরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পিটিআই সুপারিনটেনডেন্ট মৃত্যুঞ্জয় মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের অবসরপ্রাপ্ত পরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা স্কাউটের সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা স্কাউটের সহকারী কমিশনার আলীমুজ্জামান রনী, জেলা কাব লিডার জাহাঙ্গীর মণ্ডল, এএলটি লিপিকা সাহা প্রমুখ।
উক্ত কোর্সে ৯০ জন প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক অংশ নিয়েছেন। এছাড়া কোর্সে ১৬ জন প্রশিক্ষক রয়েছেন।