ভাঙ্গা প্রতিনিধি :- ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন আলম সাহাবুর (৪৫) কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে ভাঙ্গা পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সৈয়দ শাহীন আলম সাহাবুর মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিক থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা সভা ও উপজেলা সমন্বয় পরিষদের সভায় যোগদান করেন বলে জানান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বেশ কয়েকজন সদস্য।সভা শেষ করে বের হওয়ার কিছুক্ষণ পর তিনি আটক হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুরকে দুপুর পৌনে ৩ টার দিকে ভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দেওয়ার অভিযোগ রয়েছে।