ভাঙ্গা প্রতিনিধি :- ভাঙ্গায় গাঁজাসহ মৃত্যুঞ্জয় দাস (৫২) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায়। গত সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় মৃত্যুঞ্জয় দাসের লন্ড্রির দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
ভাঙ্গা থানার উপ- পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, মৃত্যুঞ্জয় দাস একজন মাদক ব্যবসায়ী। তার দোকান থেকে ছয়শত গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ- পরিদর্শক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মৃত্যুঞ্জয় দাসের নামে ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।