ভাঙ্গা প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা , দোয়া মাহফিল এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১ টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফি উদ্দিন মোল্লা।
ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনায়েত হোসেন, পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র দাস প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।