ভাঙ্গা প্রতিনিধি :- ‘ আমাকে আপনারা বাঁচান। আমি জটিল রোগ লিভার সিরোসিসে আক্রান্ত। আপনাদের একটু একটু সহায়তাই আমাকে বাঁচাতে পারে। চিকিৎসা করতে করতে আমি নিঃস্ব হয়ে পড়েছি। অনেক টাকার ওষুধ লাগে প্রতিদিন। টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারি না।’ এভাবেই নিজের কষ্টের কথা তুলে ধরেন ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামের কাজী কাউসার (৫৫)। তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিভার বিভাগে ভর্তি আছেন। তার জরুরী ভিত্তিতে তিন ব্যাগ এবি পজিটিভ রক্তের প্রয়োজন। তিনি সহৃদয়বান ব্যক্তিদের কাছে রক্ত চেয়েছেন।
কাজী কাউসার ভাঙ্গার সংস্কৃতি অঙ্গনে এক সময়ের পরিচিত মুখ। ভালো মনের অধিকারী ব্যক্তিটি দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রচণ্ড অর্থকষ্টে থাকা তিনি আজ জীবনযুদ্ধে পরাজিত। অর্থের অভাবে এখন তিনি কোনোভাবেই চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। কাজী কাউসারের মোবাইল ও বিকাশ নম্বর -০১৮৬৫-৮৪৭০১৬।