ইদানিং রিপোর্টঃ- নব্বই দশকে ফরিদপুরের শিল্প সাংস্কৃতিতে উদীয়মান কবি হিসেবে জিয়াউল হক মিয়াজি প্রবেশ করেন। সাহিত্য পরিষদ, চাঁদের হাট, ছড়া সাহিত্য পরিষদ, আজকের প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। ঢাকায় সাংবাদিকতায়ও করেছেন। ২৯শে নভেম্বর ২০২২ সালে এই কবির হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর শহরের আলীপুর নিজ বাসভবনে মৃত্যু হয়।
শনিবার শহরের ষ্টুডিয়ামস্থ চাঁদেরহাট নিজস্ব কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি ও চাঁদের হাটের আহ্বায়ক শাহাদাৎ হোসেন তিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচালার অফিসার সাইফুল হাসান মিলন। এছাড়া কবিকে স্মরণ করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. আহমেদ নিজাম, আবু সুফিয়ান চৌধুরী কুশল, সঙ্গীত শিল্পী বাদল দাস, কবি বিজয় পোদ্দার, ছড়াকার মাহফুজ খান বাদল, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, কবির ভগ্নিপতি ফরিদপুর কৃষি ব্যাংকের সহব্যবস্থাপক আকরাম হোসেন, কবির বন্ধু কাজী কামরুল হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভায় এই কবির লেখা কবিতা পাঠ ও মুক্ত আড্ডার আলোচনা হয়।