০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন

  • Desk Report
  • Update Time : ০৩:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১৩ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের ‌ কবি জসীমউদ্দীন হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কমিটির আহবায়ক অধ্যাপক শরীফ জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ইউসুফ আলী এবং সদস্য আব্দুল মজিদ ও শিক্ষিকা রেহেনা বেগম প্রিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

উক্ত সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশনের সিনিয়র যুগ্ম- মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিঞা।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির জিহাদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলামসহ বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দসহ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড এবং শিক্ষকরাই দেশ গড়ার কারিগর অথচ তারাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার৷  বক্তারা গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কর্মকান্ড ‌ তুলে ধরে ‌ বলেন গত ১৬ বছর অনেক শিক্ষকরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন৷ তারা বলেন বিগত সরকার শিক্ষকদের অবমূল্যায়ন করেছে। তাদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।  তবে আগামীতে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে তারা শিক্ষকদের এই দাবী নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ‌। বক্তারা এজন্য জাতীয়তাবাদী রাজনৈতিক দলের যেকোন প্রয়োজনে বা ডাকে শিক্ষকগণ সাড়া দেবেন এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন৷ এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য শিক্ষক সমাজকে কাজ করতে হবে। বক্তারা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হিসেবে কাজ করছেন। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত ম্যানেজিং কমিটির অপসারণ করে যোগ্য শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে৷  বক্তারা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান। এজন্য সরকার নিকট  নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণের সরকার গঠন করে তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান৷ বক্তারা বলেন ‌শিক্ষকরাই দেশ গড়ার কারিগর, দেশের সবচেয়ে কঠিন কাজটাই তারা করেন৷ শিক্ষকদেরকে ব্যাক্তি স্বার্থের উপরে উঠে নি:স্বার্থ হয়ে দেশের জন্য কাজ করতে হবে৷ ভয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র-ছাত্রীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শরীরচর্চাসহ নীতি-নৈতিকতা ও মানবিক গুনাবলি অর্জন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ গত ৫ আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া সকল মানুষের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়৷

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ‌ সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে স্কুল ,, কলেজ মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের কমিটি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভাঙ্গায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ফরিদপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন

Update Time : ০৩:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের ‌ কবি জসীমউদ্দীন হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কমিটির আহবায়ক অধ্যাপক শরীফ জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ইউসুফ আলী এবং সদস্য আব্দুল মজিদ ও শিক্ষিকা রেহেনা বেগম প্রিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

উক্ত সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশনের সিনিয়র যুগ্ম- মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিঞা।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির জিহাদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলামসহ বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দসহ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড এবং শিক্ষকরাই দেশ গড়ার কারিগর অথচ তারাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার৷  বক্তারা গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কর্মকান্ড ‌ তুলে ধরে ‌ বলেন গত ১৬ বছর অনেক শিক্ষকরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন৷ তারা বলেন বিগত সরকার শিক্ষকদের অবমূল্যায়ন করেছে। তাদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।  তবে আগামীতে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে তারা শিক্ষকদের এই দাবী নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ‌। বক্তারা এজন্য জাতীয়তাবাদী রাজনৈতিক দলের যেকোন প্রয়োজনে বা ডাকে শিক্ষকগণ সাড়া দেবেন এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন৷ এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য শিক্ষক সমাজকে কাজ করতে হবে। বক্তারা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হিসেবে কাজ করছেন। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত ম্যানেজিং কমিটির অপসারণ করে যোগ্য শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে৷  বক্তারা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান। এজন্য সরকার নিকট  নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণের সরকার গঠন করে তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান৷ বক্তারা বলেন ‌শিক্ষকরাই দেশ গড়ার কারিগর, দেশের সবচেয়ে কঠিন কাজটাই তারা করেন৷ শিক্ষকদেরকে ব্যাক্তি স্বার্থের উপরে উঠে নি:স্বার্থ হয়ে দেশের জন্য কাজ করতে হবে৷ ভয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র-ছাত্রীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শরীরচর্চাসহ নীতি-নৈতিকতা ও মানবিক গুনাবলি অর্জন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ গত ৫ আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া সকল মানুষের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়৷

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ‌ সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে স্কুল ,, কলেজ মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের কমিটি ঘোষণা করা হয়।