সালথা প্রতিনিধিঃ- আগামী পহেলা ডিসেম্বর ফরিদপুরে কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সালথায় জামায়াতের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে আকরাম হোসেন শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ সালথা বাসীর প্রতি দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য কুরআনের ছাঁয়াতলে আসার জন্য উদার্ত আহ্বান জানান। তিনি বিগত সাড়ে পনের বছরের প্রসঙ্গে এনে আরো বলেন, বিগত দিনে যেভাবে দেশে লুটতরাজ হয়েছে, আমরা চাইনা আবার কোন জাতি এসে সেভাবে লুটতরাজ করুক। আমরা চাই আমাদের মানবিক অধিকার, শিক্ষার অধিকার। জামায়াতে ইসলামী কোরআনের আইন ও ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এসময় তিনি বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমনকে সফল করতে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা সেক্রেটারী মোঃ আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নছরু মিয়া), উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মিকাইল হোসাইন, উপজেলা বায়তুল মাল সম্পাদক তরিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে জামায়াতের ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মোল্যা, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলীমুজ্জামান শরীফ, যদুনন্দী ইউনিয়নের সভাপতি কবির হোসেন, বল্লভদী ইউনিয়নের সভাপাতি মাওলানা আব্দুল হান্নানসহ জামায়াত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ
সালথায় জামায়াত ইসলামীর শুভেচ্ছা মিছিল
- Desk Report
- Update Time : ০৩:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- ১৫ Time View
Tag :
জনপ্রিয়